Friday, January 8, 2016

Valobasa Megh - ভালবাসা মেঘ (Lyrics)



ভালবাসা মেঘ
কথা: জিয়া/কাঠুরিয়া
সুর : জিয়া
মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে,
বৃষ্টির নাম জল হয়ে যায়
জল উড়ে উড়ে আকাশের গায়ে
ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায়

ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে, চেনা অচেনা হিসেব মেলায়
ভালবাসা তাই ভিজে একাকার, ভেজা মন থাকে রোদের আশায়

ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

চুপি চুপি রোদ, উঁচু নীচু মেঘ, সারি সারি গাড়ি
দূরে দূরে বাড়ি......
নিভু নিভু আলো, চুপ চাপ সব কনকনে শীত
ছম ছমে ভয়......
সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে যাক।

ঘুরে ঘুরে যদি, দূরে দূরে তবু মেঘে মেঘে থাক ভালবাসা
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।

মেঘ ঝড়ে ঝড়ে ...... জল উড়ে উড়ে .....
ভালবাসা তাই ...... ভেজা মন থাক .....

ঝিরি ঝিরি হাওয়া কৃষ্ণচূড়ায়, লাল লাল ফুলে,
ছুটে ছুটে চলা ......
আধো আলো ছায়া, গুণ গুণ গাওয়া
পুরনো দিনের গল্প বলা ......
সংলাপ সব পড়ে থাকে, বৃষ্টিতে মন ভিজে যাক
ভালবাসা মেঘ হয়ে থাক।

ঘরে ফেরা পথে, নিরবে নিভৃতে মেঘে মেঘে থাক ভালবাসা
ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
=================================


Megh jhore jhore brishty naame
Brishtyr naam jol hoye jay
Jol ure ure aakasher gay-e
Bhalobasha diye brishty shajay

Ichche gulo bhoboghure hoye
Chena ochena hisheb mela
Bhalobasha tai bhije ekakar
Bheja mon thak roder ashay

Ichche hole bhalobashish, na hoy thakish
Jemon thake snigdho gangchil

Chupi chupi roud, unchu nichu megh
Shari shari gaari, dure dure baari
Nibhu nibhu alo, chup chap shob
Kon-kone shite chom chome vhoy…

Shonglap shob pore thak
Brishtyte mon bhije jaak
Bhalobasha megh hoye jaak
Ghure ghure jodi, dure dure tobu
Meghe meghe thak bhalobasha

Ichche hole bhalobashish, na hoy thakish
Jemon thake snigdho gangchil

Jhiri jhiri hawa krishnochuray
Laal laal phoole chhute chhute chola
Andho alo chaya, gun gun gawa
Purono diner golpo bola

Shonglaap shob pore thak
Brishtyte mon bhije jaak
Bhalobasha megh hoye jaak
Gore phera pothe, nirobe nivrite
Meghe meghe thak bhalobasha

Ichche hole bhalobashish, na hoy thakish
Jemon thake snigdho gangchil..



 

0 comments:

Post a Comment