দক্ষিনের জানালা
কথাঃ মনিরুল ইসলাম রানা
কন্ঠ ও সুরঃ রাজীব হোসাইন
ব্যান্ডঃ অহেতুক
বছরঃ ২০১৫
**
জনপদে আর মানুষ দেখি না
মুখোশের সমাহার
কালের ভন্ড জেগে আছে দেখ
সুবিধার সরকার
পাজরে জমা হয়ে আছে কত
ভয়ার্ত চিৎকার
লাশের পাহাড়ে বেড়েই চলেছে
বিজ্ঞাপনের হার
অন্ধকারের অমানিশা, জীবন ঘীরে হায়
কখনও কি আলো আসবে
দক্ষিনের জানালায়-------------
বাউল গানে বসিয়েছে ভাগ
ভিনদেশী সুরকার
বিক্রী হবার বাকী নেই কিছু
থামছেনা হাহাকার
পর্দাজুরে বেড়েই চলেছে
বেপর্দা ক্ষমাচার
লোভে পূরে প্রস্থান সবাই
অনাহারির ক্যানভাসার-----------
পাথর চাপা চোখের মনি
সবাই নির্বিকার
ক্ষুধার জ্বালায় বেড়েই চলেছে
উন্নয়নের হার
শোকসভা সব একি রকম
কান্নার পাহাড়
ইচ্ছার দোহাই দেখাও
তুমি মুক্তির দার----------
কথাঃ মনিরুল ইসলাম রানা
কন্ঠ ও সুরঃ রাজীব হোসাইন
ব্যান্ডঃ অহেতুক
বছরঃ ২০১৫
**
জনপদে আর মানুষ দেখি না
মুখোশের সমাহার
কালের ভন্ড জেগে আছে দেখ
সুবিধার সরকার
পাজরে জমা হয়ে আছে কত
ভয়ার্ত চিৎকার
লাশের পাহাড়ে বেড়েই চলেছে
বিজ্ঞাপনের হার
অন্ধকারের অমানিশা, জীবন ঘীরে হায়
কখনও কি আলো আসবে
দক্ষিনের জানালায়-------------
বাউল গানে বসিয়েছে ভাগ
ভিনদেশী সুরকার
বিক্রী হবার বাকী নেই কিছু
থামছেনা হাহাকার
পর্দাজুরে বেড়েই চলেছে
বেপর্দা ক্ষমাচার
লোভে পূরে প্রস্থান সবাই
অনাহারির ক্যানভাসার-----------
পাথর চাপা চোখের মনি
সবাই নির্বিকার
ক্ষুধার জ্বালায় বেড়েই চলেছে
উন্নয়নের হার
শোকসভা সব একি রকম
কান্নার পাহাড়
ইচ্ছার দোহাই দেখাও
তুমি মুক্তির দার----------
0 comments:
Post a Comment