Friday, January 8, 2016

Atotayi - আততায়ী(Lyrics)



সেদিন ঝড়ের রাতে আততায়ী খুন হয়ে গেল প্রেমিকার হাতে,
সেদিন মধ্য দুপুরে স্বপ্নের নায়ক থমকে গেল নগরীর পথে।
অজস্র তারার ভীড়ে দিশেহারা রাজপথে উড়ছে আসাদের শার্ট
অব্যর্থ নিশানায় তোমার শীতল চোখে,
বেপরোয়া উত্তাপে, ভেঙে চুরে আততায়ী রাত

রক্তে ভেজা আসাদের শার্ট উড়ছে কফি শপে ঝাঁঝালো বাতাসে
আততায়ী নিঃশ্বাস হারিয়ে গেছে নিয়তির ঠিক আসেপাশে
সেদিন অন্ধ নগরে গার্ড অফ অনার রক্তের দিনলিপি জাগিয়ে রাখে
এখনো ঝড়ের রাতে, বেপরোয়া হৃদয়ে প্রেমিকার নিঃশ্বাস থেমে থাকে
যুদ্ধ আর বিপ্লব কি একই রকম অর্থ বোঝাতে পারে?
আততায়ীর দৃষ্টি শুন্যের কাছাকাছি
নীল নকশায় আঁকা সম্ভাবনার কিছু অন্ধকারে
প্রেমিকার জ্বলে ওঠা সুতীক্ষ্ণ ফলায় রক্তের ফোয়ারা,
আসাদের শার্ট ছুঁয়ে দিতেও পারে
তবে কি আততায়ী খুন হয়ে যাবে-
শীতল দু-চোখের আজন্ম ভালোবাসার অভিসারে?
সেদিন ঝড়ের রাতে আততায়ী খুন হয়ে গেল প্রেমিকার হাতে,
সেদিন মধ্য দুপুরে স্বপ্নের নায়ক থমকে গেল নগরীর পথে।
============================


Artist: Shironamhin
Song: Atotayi
Album: shironamhin


Shedin jhorer raate, Atotayi khun hoye gelo premikar haate
Shedin moddho dupure, Sopner nayok thomke gelo nogorir pothe.

Ajosro tarar vire, dishehara rajpothe urche asader shirt
Obortho nishanay tomar shitol chokhe,
Beporoa uttape, venge chure atotayi raat.

Rokte vejha asader shirt urche coffee shope jhajalo batashe
Atotayi nisshas hariye geche niyotir thik ashe pashe…

Shedin ondho nogore, Guard of honor rokter dinolipi jagiye rakhe
Ekhono jhorer raate, beporua ridoye premikar nisshash theme thake..

Jhuddho ar biplob ki eki rokom ortho bujhate pare?
atotayir dristi shunner kachakachi..
Nil nokshay aka somvabonar kichu ondhokare
Premikar jole otha Shutikkho folay rokter fuyara,
Asader shirt chuye diteo pare
Tobe ki atotayi khun hoye jabe shitol du-chokher ajonmo valobasar ovishare?
 

0 comments:

Post a Comment